SEO হল একধরণের টেকনিক যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিন এ related তথ্য অনুসারে খোঁজে পেতে এবং আপনার ওয়েবসাইট কে ওঁই related তথ্য অনুসারে লক্ষ লক্ষ ওয়েবসাইট মাঝে সার্চ ইঞ্জিন এর উপরে আসতে সহযোগিতা করে। এক কথাই SEO এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট এর ট্রাফিক সংগ্রহ করে সার্চ ইঞ্জিন এ রাঙ্কিং বাড়িয়ে সার্চ ইঞ্জিন এর ১ম দিকে আসাই এর কাজ।