This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

SEO Tutorial

Here is a complete tutorial of SEO in Bangla.So every Bengali person can reach easily to learn SEO and then start for income in Online.

Blogger Tutorial

See our Blogger Tutorial.We give you our best output and you make yourself a professional Blogger.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is our Cover Photo's of company

Our company name is Crystal IT.Where trained you ready for international war in outsourcing.

Monday, September 24, 2012

What is SEO?

যখন আপনি কোন কিছু খোঁজার জন্য Search Engine এ কিছু লেখেন এবং তারপর Enter ক্লিক করেন তারপর কিছু ওয়েব সাইট লিস্ট পাওয়া যাই ওঁই খোঁজার related তথ্য অনুসারে। সাধারণত আমরা ওঁই Search Engine এ পাওয়া ওঁই ওয়েব সাইট এর লিস্ট এর উপরের দিকে যে গুলা আসে ওঁই ওয়েবসাইট এ আপনার/আমার প্রয়োজন অনুসারে আমরা আমাদের উপাদান পেয়ে যাই । আর এইখানে একটা question থেকে যাই  "যে ওয়েবসাইট উপরে সে গুলা কেন উপরে আর যে গুলা নিচে সে গুলা কেন নিচে?" এই উপরের থাকার কারন হল একটাই সেটা হল খুবীই শক্তিশালী ওয়েব মার্কেটিং যাকে বলা হই SEO(Search Engine Optimization).


SEO হল একধরণের টেকনিক যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিন এ related তথ্য অনুসারে খোঁজে পেতে এবং আপনার ওয়েবসাইট কে ওঁই related তথ্য অনুসারে লক্ষ লক্ষ ওয়েবসাইট মাঝে সার্চ ইঞ্জিন এর  উপরে আসতে সহযোগিতা করে। এক কথাই SEO এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট এর ট্রাফিক সংগ্রহ করে সার্চ ইঞ্জিন এ রাঙ্কিং বাড়িয়ে সার্চ ইঞ্জিন এর ১ম দিকে আসাই এর কাজ।

Tuesday, September 18, 2012

Data Entry Tutorial--4



নুতুন আর একটা প্রোজেক্ট নিয়ে আসা যাক। মনে করেন কোন Buyer বলল যে আপনাকে তার আর্টিকেল সমূহ তার ওয়েব সাইট পোস্ট করতে হবে।টা কিছু টা এডিট ও করতে হবে। সাধারনত এই ধরনের কাজ বিভিন্ন  “সি ম এস” জন্য প্রযোজ্য হয়ে থাকে।  “সি ম এস” এর সম্পূর্ণ অর্থ = Content Management System. বর্তমানে সবচেয়ে প্রচলিত “সি ম এস” গুলা হল যেমনঃ Wordpress,Joomla,Drupal etc. যাহক এইগুলা করতে হলে প্রথমে কিছু  basic HTML এবং এইসব HTML ব্যবহার করার জন্য একটু সি ম এস সম্পর্কে জানা লাগবে। এবার শুরু করলাম তার সম্পর্কে আলোচনা।
প্রথমেই শুরু করা যাক এইচটিএমএল সম্পর্কেঃ
HTML = Hypertext Markup Language
এইটা আসলে ওয়েবসাইট তৈরির এক ধরনের coding.এর মাধ্যমে আর্টিকেল সাজানর জন্য আপনাকে কিছু  coding আপনাদের জানা লাগবে তার সম্পর্কে এখানে আলোচনা।

<tagname>content</tagname>

#এইচটিএমএল কোড আসলে এক ধরনের কী ওয়ার্ড যা অ্যাঙ্গেল ব্রাকেট দ্বারা সীমাবদ্ধ করা থাকে।
# সাধারনত এই কোড গুলা জোরা জোরা হয়ে থাকে।
# এই জোড়া ট্যাগের প্রথম টার নাম “start tag” বা “opening tags” অ্যান্ড  ২য় ট্যাগের নাম “end tag” বা “closing tags”

এবার কোড নিয়ে আসা যাক।
Simple Exam:

<!DOCTYPE html>
<html>
<body>

<h1>My First Heading</h1>

<p>My first paragraph.</p>

</body>
</html>

এই টা একটা উদাহরণ।
<p>This is a paragraph.</p>
এইখানে p হল paragraph ট্যাগ। অর্থাৎ কোন paragraph শুরু ক্ষেত্রে এবং শেষ এর ক্ষেত্রে এই ট্যাগ ব্যবহার করা হই।

<br/>   এই টা ব্রেক ট্যাগ। কোন লাইন শেষে আর একটা লাইন এর মাজখানে ফাকা রাখতে হলে এই ব্রেক ট্যাগ ব্যবহার করতে হই।

এবার হল HEADER TAG। অর্থাৎ কোন কিছু হেড এর লাম লিখার জন্য এই ট্যাগ গুলা ব্যবহার করতে হই।
<h1>This is heading 1</h1>
<h2>This is heading 2</h2>
<h3>This is heading 3</h3>
<h4>This is heading 4</h4>
<h5>This is heading 5</h5>
<h6>This is heading 6</h6>

এইগুলা দেখাবে এইরকমঃ

This is heading 1

This is heading 2

This is heading 3

This is heading 4

This is heading 5
This is heading 6

Header Tag ৬ টা হয়। অথএব আমরা কোন Heading এর জন্য এই ৬ টা ব্যবহার করতে পারব।

এবার আমরা MS word এর ক্ষেত্রে সাধারণত লেখা ব্লোড , ঈটালীক করতে চাইলে আমরা নরমালি করতে পারি। কিন্তু ওয়েবসাইট করতে হলে কিছু কোড ব্যবহার করতে হই। সেইগুলা নিচে দেওয়া হলঃ
<p><b>This text is bold</b></p>
<p><strong>This text is strong</strong></p>
<p><big>This text is big</big></p>
<p><i>This text is italic</i></p>
<p><em>This text is emphasized</em></p>
<p><code>This is computer output</code></p>
<p>This is<sub> subscript</sub> and <sup>superscript</sup></p>


এইগুলা দেখাবে এমনঃ
This text is bold
This text is strong
This text is big
This text is italic
This text is emphasized
This is computer output
This is subscript and superscript


এবার দেখানো হবে যদি কোন ওয়েবসাইট এ কিছুর লিস্ট করতে চাইলে কি কোড ব্যবহার করতে হবে।
সাধারণত লিস্ট ২ প্রকারঃ
১.Ordered List
2. Unordered List

Ordered list এর জন্য কোড ঃ
<h4>Numbered list:</h4>
<ol>
<li>Apples</li>
<li>Bananas</li>
<li>Lemons</li>
<li>Oranges</li>
</ol>  

<h4>Letters list:</h4>
<ol type="A">
<li>Apples</li>
<li>Bananas</li>
<li>Lemons</li>
<li>Oranges</li>
</ol>  

<h4>Lowercase letters list:</h4>
<ol type="a">
<li>Apples</li>
<li>Bananas</li>
<li>Lemons</li>
<li>Oranges</li>
</ol>  

<h4>Roman numbers list:</h4>
<ol type="I">
<li>Apples</li>
<li>Bananas</li>
<li>Lemons</li>
<li>Oranges</li>
</ol>  

<h4>Lowercase Roman numbers list:</h4>
<ol type="i">
<li>Apples</li>
<li>Bananas</li>
<li>Lemons</li>
<li>Oranges</li>
</ol>

দেখাবেঃ

Numbered list:


  1. Apples
  2. Bananas
  3. Lemons
  4. Oranges

Letters list:


  1. Apples
  2. Bananas
  3. Lemons
  4. Oranges

Lowercase letters list:


  1. Apples
  2. Bananas
  3. Lemons
  4. Oranges

Roman numbers list:


  1. Apples
  2. Bananas
  3. Lemons
  4. Oranges

Lowercase Roman numbers list:


  1. Apples
  2. Bananas
  3. Lemons
  4. Oranges



Unordered List এর কোড ঃ
<h4>Disc bullets list:</h4>
<ul type="disc">
<li>Apples</li>
<li>Bananas</li>
<li>Lemons</li>
<li>Oranges</li>
</ul>  

<h4>Circle bullets list:</h4>
<ul type="circle">
<li>Apples</li>
<li>Bananas</li>
<li>Lemons</li>
<li>Oranges</li>
</ul>  

<h4>Square bullets list:</h4>
<ul type="square">
<li>Apples</li>
<li>Bananas</li>
<li>Lemons</li>
<li>Oranges</li>
</ul>

দেখাবেঃ

Disc bullets list:


  • Apples
  • Bananas
  • Lemons
  • Oranges

Circle bullets list:


  • Apples
  • Bananas
  • Lemons
  • Oranges

Square bullets list:


  • Apples
  • Bananas
  • Lemons
  • Oranges
এইখানে ঠিকমত দেখাচ্ছে না।

আর একটু হল     A nested List:


<ul>
 <li>Coffee</li>
 <li>Tea
    <ul>
    <li>Black tea</li>
    <li>Green tea</li>
    </ul>
 </li>
 <li>Milk</li>
</ul>

দেখাবেঃ

A nested List:


  • Coffee
  • Tea
    • Black tea
    • Green tea
  • Milk


Anchor Text:  এবার যে ট্যাগ নিয়ে বলব তার নাম anchor text বা Hyperlink. এই কোড এর কাজ কোন কিওয়ার্ড পিছনে কোন লিঙ্ক লুকিয়ে রাখা। অর্থাৎ কোন কিওয়ার্ড কে ক্লিককেবল তৈরি করা। এবার দেখানো হলঃ
<a href="http://www.medsit.net/">Visit Meds IT</a>

এইখানে কিওয়ার্ড হল “Visit Meds IT”  এবং লিঙ্ক হল http://www.medsit.net/

আর লিঙ্ক টা এমন ভাবে দেওয়া হল যাতে ওঁই কিওয়ার্ড ক্লিক করলে অন্য tab ওপেন হয়ে লিঙ্ক টা ওপেন হবে।
<a href="http://www.medsit.net/" target="_blank">Visit Meds IT</a>


HTML Images

এবার দেখানো হবে কোড এর মাধ্যমে কিভাবে ইমেজ সেট করা হইঃ
<img src="C:\Documents and Settings\All Users\Documents\My Pictures\Sample Pictures\Blue hills.jpg" alt="Pulpit rock" width="304" height="228" />


এইখানে ওঁই লিঙ্ক আসলে কোন ফোল্ডার এর যে ছবি টা নেওয়া হয়েছে এটা তার লিঙ্ক।
এটাই BASIC HTML.

এবার চলুন শুরু করি HTML দিয়ে  ওয়েভ ডিজাইনিং প্রথম আপনার পিসির Notepad অথবা Notepad++ অপেন করে নিচের কোডটির মত লিখব অথবা কোডটি কপি করে পেস্ট করুন ..
<html>
<b><i><u>This is my first web page</b></i></u>
</html>

এবার Notepad এর ফাইল এক্সটেন্সান পরিবর্তন করে অর্থাৎ .txt কে পরিবর্তন করে  .html লিখি।


এবার এটাকে webpage.html নামে সেভ করুন এবার সেভ করা ফাইলটি অন করুন দেখুন This is my first web page এই লেখাটি Bold, Italic, Underline এবং Center হয়ে সো করছে….

এছারা সবচেয়ে ভাল হয় যদি আপনি Blogger.com বা  wordpress.com অ্যাকাউন্ট খুলে এইখানে এই এইচটিএমএল গুলা প্রয়োগ করলে। Blogger.com অ্যাকাউন্ট খুলতে গেলে শুধু জিমেইল হলে হবে।

Data Entry Tutorial--3

এইবার নুতুন আর একটা জব এর আসি।
ধরেন এই বার Buyer  বলল যে তাকে Australian র restaurant এর নাম, ঠিকানা, ফোন নাম্বার ;ইমেইল এড্রেস, ফ্যাক্স নাম্বার ,ওয়েবসাইট ইত্যাদি খোঁজতে বলল এবং টা এক্সেল এ সাজিয়ে ইনপুট করতে বলল।
সাধারণত আমরা GOOGLE এই ভাবে সার্চ দিলে পাবো ঃ
Australian Restaurant list লিখে সার্চ দিলে আমরা অনেক প্রাসঙ্গিক তথ্য পাবো।
তারপরেও আরও প্রাসঙ্গিক তথ্য পাওয়ার জন্য আমরা GOOGLE নিচের ধাপ গুলা অনুসরন করে এইভাবে সার্চ দিতে পারি।
1.




2.




3.অথবা নিচের ছবি মত খোঁজতে পারি।








Country Domain Extensions পাবেন এইখানে...
http://www.quackit.com/domain-names/country_domain_extensions.cfm
তাছাড়া আমরা Google Advanced Search সবধরনের ওয়েব research কাজ করতে পারি। যেমনঃ Buyer যদি বলে তার যে ডাটা গুলা সংগ্রহ করতে টা PDF ফরম্যাট হওয়া লাগবে। তাহলে আমরা Google Advanced Search এ file type : adobe acrobat reader (.pdf) সিলেক্ট করে সার্চ দিলে আমরা Google এ শুধু PDF সাইট(ডকুমেন্ট) গুলা খোঁজে পাবো ।

এছাড়া আমাদের এই কাজের জন্য কিছু বিজনেস directory সাইট সম্পর্কে ধারনা রাখা উচিত।
যেমনঃ
১.http://www.yellowpages.com/
২.http://www.yelp.com/
মানুষের নাম, ঠিকানা ইত্যাদি খোঁজার জন্য আমরা
http://www.whitepages.com/

সবচেয়ে মজার ব্যাপার হল আমরা yellowpages , whitepages Country Domain Extensions ব্যবহার করতে পারি।

তারপর ডাটা গুলা সংগ্রহ করে এক্সেল ফাইল এ সাজিয়ে দিবো। যেমন ঃ নিচের ছবির মত করলেও হবে। এটা আসলে নির্ভর করবে আপনার কাজের উপর। আমি 
শুধু একটা উধারন দিচ্ছি।
 




এইবার আশা যাক যেকোনো ডাটা এন্ট্রি বা ওয়েব research এর যে কাজ হোক না কেন অনেক সময় Buyer বলতে পারে যে আপনারা এই ডাটা গুলা খোঁজে GOOGLE docs এ সাবমিট করেন।

এখন আমাদের জানা প্রয়োজন GOOGLE docs কি?
Google ডক্স একটি মুক্ত, ওয়েব ভিত্তিক অফিস স্যুট এবং তথ্য সংগ্রহের সেবা যা Google দ্বারা পরিচালিত। এখানে আপনারা MS office(document), Excel(spreadsheet), Powerpoint(presentation) ,Form,drawing Table ইত্যাদি ব্যবহার করে  ডাটা ইনপুট করতে পারি। এর সবচেয়ে বড় সুবিধা হল আপনার ডাটা সারা জীবন সংরক্ষিত থাকবে। আরও সুবিধা হল অনেকে মিলে একটা ডাটা তে কাজ করা যাই একই সময়ে।

এখন কিভাবে GOOGLE docs অ্যাক্সেস করতে পারব। এর জন্য প্রথমে আমরা Gmail একটা অ্যাকাউন্ট করব। তারপর আমরা সাইন ইন করব।
তারপর আমরা নিচের ছবি গুলা অনুসরণ করলে আশা করি আমরা GOOGLE docs অ্যাক্সেস শিখে যাবো।
১.
২.











৩.

৪.

Google docs use এর অন্যতম সুবিধা হল এটা আপনি অন্য যে কারোর শেয়ার করতে পারেন। এই কারনে Buyer Google docs কে অনেক গুরুত্ব দেই। কারন এর আর একটা সুবিধা হল আপনি আপনার Google docs user কে (যার সাথে শেয়ার করবেন) বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারেন।
যেমনঃ তাকে আপনি docs এডিট করার ক্ষমতা দিতে পারেন, নাহলে শুধু দেখতে পারবেন এই ধরনের অপশন ও আসে । নাহলে শুধু কমেন্ট করতে পারবে...
আপনার তাকে যেভাবে ব্যবহার করতে চান সেভাবে করতে পারবেন।
নিচের ছবি গুলা অনুসরণ করেন।

১.











২.










Data Entry Tutorial--2

ধরেন Buyer বলল যে “Dog Food” related ১০০ টা  ব্লগ সাইট খুঁজে বের করতে বলা হল যার পেজ রেঙ্ক ৩+ এবং আলেক্সা রেঙ্ক ২০০০০ আর নিচে।
তাহলে এখন অন্তত PR এবং Alexa Rank বের করতে পারবেন।

এখন Buyer বলল যে “Dog Food” related ১০০ টা  ব্লগ সাইট খুঁজে বের করতে বলা হল যার পেজ রেঙ্ক ৩+ এবং আলেক্সা রেঙ্ক ২০০০০ আর নিচে।
ব্লগ comment সাইট খোঁজার উপায় ঃ







আরও কিছু নিয়ম হলঃ
“Keyword””Post a comment”-”comments are closed”

এইবার মনে করেন Buyer বলল যে আপনাকে শুধু সাইট .com/ .edu / .gov / .co.uk / .com.au এবং “Dog Food” related ১০০ টা  ব্লগ সাইট খুঁজে বের করতে বলা হল যার পেজ রেঙ্ক ৩+ এবং আলেক্সা রেঙ্ক ২০০০০  এর নিচে। আর ও বলল যে wordpress site হওয়া লাগবে। তাহলে Google সার্চ a  নিচের পদ্ধতি অনুসরণ করেন।

“Keyword””powered by wordpress””Post a comment”-”comments are closed”site:.com
“Keyword””powered by wordpress””Post a comment”-”comments are closed”site:.edu

এইবার মনে করেন Buyer বলল যে আপনাকে শুধু সাইট .com/ .edu / .gov / .co.uk / .com.au এবং “Dog Food” related ১০০ টা  ব্লগ সাইট খুঁজে বের করতে বলা হল যার পেজ রেঙ্ক ৩+ এবং আলেক্সা রেঙ্ক ২০০০০  এর নিচে। আর ও বলল যে movable site হওয়া লাগবে। তাহলে Google সার্চ a  নিচের পদ্ধতি অনুসরণ করেন।
“Keyword””powered by movable type””Post a comment”-”comments are closed”site:.com
“Keyword””powered by movable type”””Post a comment”-”comments are closed”site:.edu

ইবার মনে করেন Buyer বলল যে আপনাকে শুধু সাইট .com/ .edu / .gov / .co.uk / .com.au এবং “Dog Food” related ১০০ টা  ব্লগ সাইট খুঁজে বের করতে বলা হল যার পেজ রেঙ্ক ৩+ এবং আলেক্সা রেঙ্ক ২০০০০  এর নিচে। আর ও বলল যে ব্লগ(GOOGLE Blogger) site হওয়া লাগবে। তাহলে Google সার্চ a  নিচের পদ্ধতি অনুসরণ করেন।
“Keyword” “inurl:blog” ”Post a comment”-”comments are closed”-”you must be logged in”
“Keyword” “inurl:blog” ”Post a comment”-”comments are closed”-”you must be logged in” site:.gov

এইবার ব্লগ কমেন্ট সাইট চিনবেন কিভাবে?
নিচের পিকচার টা দেখেন ঃ


এই গুলা হল ব্লগ কমেন্ট সাইট। আর একটু খেয়াল করবেন যে সাইট owner ব্লগ টি কোন সময় বা তারিখে পোস্ট করছিল এবং কোন কমেন্ট আসে কিনা না। এইগুলা একটু খেয়াল করবেন। recent যে কোন পোস্ট এ আপনি যদি সঠিক ভাবে কমেন্ট করেন তাহলে সেটা গ্রহন করার সম্ভবনা থাকে।

এই হল ফোরাম অ্যান্ড ব্লগ কমেন্ট সাইট কিভাবে খুঁজবেন টা দেখানো হল। এইখানে কিভাবে কমেন্ট করবেন বা ফোরাম এ নুতুন পোস্ট অ্যাড করবেন এইটা  SEO এর কাজ। অনেক সময় Buyer রা data entry and web research কাজ হিসাবে শুধু এই সাইট গুলা খোঁজার কাজ দেই। তার জন্য এই গুলা জানা প্রয়োজন।

Monday, September 17, 2012

Data Entry Tutorial--1

GOOGLE  কি?
Google হল সার্চ ইঞ্জিন।কোন কিছু খোঁজার জন্য কোন কী ওয়ার্ড ব্যবহার এর মাধ্যমে যে কোন খোঁজাই সার্চ ইঞ্জিন এর কাজ।
সার্চ ইঞ্জিন এর মাধ্যমে কিভাবে খোঁজতে হই নিচে ছবির মাধ্যমে দেখানো হলঃ



সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে?
সার্চ ইঞ্জিন দুই টা প্রধান উপাদানঃ

1.crawler (aka spider,robot or bot)
2.Algorithm(aka ranking formula)


সার্চ ইঞ্জিন crawler কাজ করে ঃ
Follow Links---------Gather Info--------------Add to Database.
Find-----------------Read-------------------Index.
তার মানে কোন ডাটা আমাদের ওয়েবসাইট দেওয়া হলে সেটা সার্চ ইঞ্জিন খোঁজে এবং তা পড়ে তারপর এই ভাবে তাদের সার্ভার এ সংরক্ষিত রাখে। এবং আমরা যখন সার্চ ইঞ্জিন এ কোন কি ওয়ার্ড দিয়ে সার্চ দিই তখন অই সার্চ ইঞ্জিন এর database অই কি ওয়ার্ড related যে সব ওয়েবসাইট তথ্য সংরক্ষিত থাকে তা আমাদের সামনে তুলে ধরে।
Algorithm ঃ The Complicated Math For Determining Relevancy.


Determining Relevancy= 100 of Factors
তার মানে কোন কিছু সার্চ ইঞ্জিন খোঁজার জন্য আমরা সার্চ দিলে আমরা অই related তথ্য খোঁজে পাই এই Algorithm এর মাধ্যমে। যেখানে Algorithm  নির্ণয় এর জন্য অনেক Factors আসে।

যাহোক সার্চ ইঞ্জিন কাজ এই ভাভে করে।

এবার আসা যাক Page Rank এর বিষয়ে। Page Rank কি?
Page Rank হল গুগল প্রত্যেক তা ওয়েবসাইট কে ১ থেকে ১০ এর মধ্যে রাঙ্কিং করে।

পেজ রাঙ্ক সাধারণত কাজে লাগবে যদি কোন Buyer বলে তাকে এমন কিছু ওয়েবসাইট/তথ্য  খোঁজে দিতে হবে যাদের Page Rank/Pr 3+।
সাধারণত Data Entry or Web research worker এর জন্য Page Rank টা কিভাবে পাওয়া যাই বা খোজা যাই টা বের করতে পারলেই হল। টা ছাড়া এটি SEO worker দের জন্য। যা হোক এখন নিচের ছবি গুলার মাদ্দমে দেখুন Page Rank কিভাবে বের করবেন।

টার জন্য যেটা লাগবে সেটা হল একটি Plugin. তার নাম হল SEO QUAKE.  এখন ছবি গুলা অনুসরন কুরুন।





১.
Google এ SEO Quake লিখে গুগ্লে সার্চ বাটন এ ক্লিক কুরুন।










2.











3.











4.











5.











6.

এই বার আসি Buyer আমাদের কে বলতে পারে যে এমন কিছু ব্লগ সাইট বা ফোরাম সাইট খোঁজে দিতে যার পেজ রাঙ্ক ৩+ এবং আলেক্সা রাঙ্ক ২০০০০ এর নিচে।
এই বার আসি ব্লগ সাইট কি?
যে সব সাইট এ সাধারণত ব্লগ বা আর্টিকেল লেখা হই। এটা ব্লগ সাইট মানে শুধুই ব্লগ লেখার জন্য একটা সাইট হতে পারে। যেমনঃ http://googleblog.blogspot.com/
http://www.ezinearticles.com/

অন্য কোন সাইট হতে পারে যেটা মাঝে মাঝে ব্লগ লিখা হয়ে থাকে।
ফোরাম সাইট কি?
ফোরাম সাইট টা হল একটি আলোচনার সাইট। যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ থাকে। আর সাধারণত এই সব সাইট কোন আলোচনা পোস্ট করলে moderator দ্বারা approved হওয়ার পড়ে visible হবে।

নিচের ছবি গুলা দিখেন তাহলে বুযবেন ফোরাম সাইট গুলা কেমন হইঃ
১.





২.
এবার আসি PR এবং  Alexa Rank কি ভাবে বের করবেন। এই ছবি টা দেখেন তাহলে PR এবং  Alexa Rank কিভাবে বের করতে হই টা দেখতে পারবেন। টার আগে অবশ্যই SEO QUAKE setup করে নিবেন উপরের পথ অনুশরুন করে।

এখন আশা করি বুযতে পারছেন কোণটা গুগল PR এবং কোণটা Alexa Rank।